এসএম টিভি ডেস্ক: ভোলার তজুমদ্দিনে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার থেকে নিয়ে এসে পরবর্তীতে বিয়ে না করায় এক সন্তানের জননী আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে,আজ সোমবার ৩১ মে উপজেলা শম্ভুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শম্ভুপুর গ্রামে।
পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয় অপমৃত্যুর মামলা দায়ের করেন।
নিহতের বাবা এসএম টিভি সংবাদকে জানান, তিন বছর আগে তার মেয়ে সিমা আক্তারের বিয়ে হয় একই এলাকার প্রবাসি লোকমান হোসেনের সাথে। তাদের ঘরে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
৫ নম্বর ওয়ার্ডের জামাল পাটওয়ারীর ছেলে তুহিন জানুয়ারী মাসে আমার মেয়েকে প্রলোভন দিয়ে প্রবাসী স্বামীর সংসার থেকে নিয়ে আসে। এসব বিষয় নিয়ে জামাল পাটওয়ারী ও আমাদের মাঝে কয়েক দফা গন্ডগোল ও বিচার শালিস হয়। এসব ঘটনায় তখন আমরা থানায় অভিযোগ দিলে পূর্বের স্বামীকে তালাক দিয়ে তুহিনের সাথে আমার মেয়ের ৫ লক্ষ টাকা কাবিনে বিয়ের সিদ্ধান্ত হয়। তখন কাবিন হলেও বিয়ে হয়নি।