এসএম টিভি ডেস্ক: ভোলায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হয়েছে ৪ জন এবং আহত হয়েছেন অন্তত ৪ জন। জানা গেছে,ভোলার ঘুইংগারহাট এলাকায় বাসচাপায় দুই অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরোও ৪ জন ব্যাক্তি। তাদেরকে ভোলা সদর হাসপাতালের মধ্যে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা দু’টি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিকশার তিন যাত্রী মারা যান। আহতদের একজন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন।