এসএম টিভি ডেস্ক: ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গতকাল রোববার ৩০ মে রাত ৯টায় উপজেলার সামরাজ স্লুইস গেটের মাদুর বরফকলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সংযোগের ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন রবিউল।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির ডান হাতের আঙুলে ক্ষত চিহ্ন রয়েছে।
সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।