সোনাইমোড়ী ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ২২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, বুধবার (৩১মার্চ) সকাল সাড়ে ১১টার সময় আদালত প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মাস্ক না পরার অপরাধে ১৫টি মামলায় ২২ জনকে ৪হাজার ৬শ টাকা জরিমানা করেছে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কর্মকর্তাসহ আরো অনেকে।
এই অভিযানের করোনা সচেতনতামূলক কার্যক্রমের জন্য উপজেলা নির্বাহী অফিসার বলেন প্রত্যেককে বাধ্যতামূলক মাস্ক পরে বাহিরে বের হতে হবে। বর্তমানে করোনার সংক্রমণ বাড়ার কারণে এ অভিযান পরিচালনা আরো চলতে থাকবে।