সোনাইমোড়ী ডেস্ক: ভোলার চরফ্যাশনে উপজেলার দুলারহাটে ৮ টি চোরাই গরু উদ্ধার করেছে স্থায়ী জনতারা।স্থায়ী সংবাদ প্রতিনিধি জানান,আজ ১৪ ই মার্চ একটি চোর চক্র ইঞ্জিন চালিত ট্রলারে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা এসব চোরাই গরু উদ্ধার করে দুলারহাট থানা পুলিশের কাছে পাঠানো হয়।
এসময় সেই চোর চক্রটি স্থানীয়দের ধাওয়ায় ট্রলারসহ পালিয়ে যায়।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানায়, ৮টি গরু গাছির খাল নদীর পাড়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে উঠানোর সময় স্থানীয়রা দেখে ফেলে। এসময় চোর চক্রটি ট্রলার নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। তবে তাদেরকে ধাওয়া করে ধরা সম্ভব হয়নি।