এসএম টিভি ডেস্ক: ভোলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের ফলে নিহত হয়েছে একজন। নিহতের নাম নুরে আলম তিনি পেশায় একজন এনজিও কর্মী । ঘটনাটি ঘটেছে,আজ শনিবার ১৯ জুন সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার-সামনে বড় মোল্লাবাড়ি এলাকায়।
স্থায়ী সূত্রে জানা গেছে,আজ সকালে এনজিও কর্মী নুরে আলম মোটরসাইকেল নিয়ে বোরহানউদ্দিন থেকে ভোলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।