সোনাইমোড়ী ডেস্ক: ময়মনসিংহে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে,ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। জানা গেছে,গত সোমবার রাত ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের নাম আনিসুর রহমান ঠিকানা রসুলপুর গ্রাম।
স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, সোমবার রাত সাড়ে ৭টারসময় উপজেলার আঠারবাড়ি রায়ের বাজার থেকে সাইকেলে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরছিলেন আনিসুর। পথে রসুলপুর গ্রামে আসতেই দূর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করে সত্যতা যাচাই করে আসামিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।