সোনাইমোড়ী ডেস্ক: ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত হয়েছেন একজন যুবক।
ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার রাত ১০টার সময় কলেজ রোডের গফরগাঁও পৌর শহরের জামতলা মোড়ের সামনে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে। নিহতের নাম তরিকুল ইসলাম বিধু।
ময়মনসিংহে সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, গতকাল রাতে কলেজ রোডের গফরগাঁও পৌর শহরের জামতলা মোড় সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে বালুবোঝাই ট্রাক অতিক্রম করতে গিয়ে একটি বাইকের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে তারিকুল নামের এক ব্যক্তি আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি পরিবারের কাছে পৌঁছে দেয়।
এবিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করা হয়েছে।