এসএম টিভি ডেস্ক:ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন তিনজন।
নিহতরা হলেন-অন্তর মিয়া, সেলিম মিয়া এবং সবুজ মিয়া। ঘটনাটি ঘটেছে, গতকাল রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের হরিনাতলা এলাকায় ।
স্থায়ী সূত্রে জানা যায়,নিহত তিনজনই ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। এসময় উপজেলার হরিনাতলা এলাকায় পৌঁছার পর টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি গাছের চারাবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত হন দুইজন। পরে স্থানীয়রা এসে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।