সোনাইমোড়ী ডেস্ক: ময়মনসিংহের ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ২ জন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে তারাকান্দা উপজেলায়। জানা গেছে,শনিবার বিকাল ৪টার সময় তারাকান্দা উপজেলার মোজাহারদি গাছতলা বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান, ময়মনসিংহ ও নেত্রকোনা মহাসড়কের তারাকান্দার মোজাহারদি গাছতলা বাজারের সামনে নেত্রকোনাগামী একটি ট্রাকের সাথে ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতরা হলেন বিজন রায় ও কাশেম। তাদের দুজনের ঠিকানা নেত্রকোনায়।