সোনাইমোড়ী ডেস্ক: ময়মনসিংহে ট্রেনলাইনের পাশ থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ কিন্তু কি কারণে মৃত্যু হয়েছে সেটা জানা যায়নি। জানা গেছে,আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১০টার সময় কেওয়াটখালী ভৈরব ট্রেনলাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নিহত ব্যক্তির নাম আবু রায়হান।
এবিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, উদ্ধার করা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে। ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তি ট্রেনে দুর্ঘটনায় মারা গেছেন। ময়নাতদন্তের পরে লাশটি তার পরিবারের কাছে পাঠানো হবে।