এসএম টিভি ডেস্ক:ময়মনসিংহে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির ধাক্কায় নিহত হয়েছে ২ জন ও আহত হয়েছেন অন্তত ৪ জন। আজ বুধবার ৯ জুন বিকেল সোয়া ৩টার দিকে সদর উপজেলার রশিদপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,রিপন মিয়া ও বাবলু মিয়া।
স্থানীয়রা এসএম টিভি সংবাদকে জানায়,সিএনজিচালিত অটোরিকশাটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল মহুয়া নামে যাত্রীবাহী বাস। ময়মনসিংহ সদরের রশিদপুর এলাকায় আসতেই সিএনজিচালিত অটোরিকশাটি ব্যটারিচালিত একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা মহুয়া বাসের সঙ্গে ধাক্কা লাগে।
এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটিও পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও আহত হন আরও ৪ জন।
এবিষয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে।