এসএম টিভি ডেস্ক:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় পুলিশ চেকপোস্টে মাইক্রোবাস চাপায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ৫ আগস্ট সকাল ১১টার সময় এ ঘটনা ঘটেছে। নিহত পুলিশ সদস্যের নাম রাব্বি ভুঁইয়া ঠিকানা নরসিংদী জেলায়। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরাফাত নামে আরো এক কনস্টেবল। স্থায়ী পুলিশের তথ্যসূত্রে জানা গেছে, সকালে দোহাজারী হাইওয়ে থানার চেকপোস্টে চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাসকে থামার জন্য সংকেত দেয়া হয়। এসময় চালক পুলিশ সদস্যদের চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলে নিহত হয় পুলিশ কনস্টেবল রাব্বি নামের একজন। পরে মাইক্রোবাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত পুলিশ কনস্টেবলকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মাইক্রোবাসের চাপায় প্রান গেল এক পুলিশ কনস্টেবলের।
By SMTV News
0
664
Previous article
Next article