সোনাইমোড়ী ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরে জেলা কার্যালয়ে একটি টিমের অভিযানে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামির নাম হোয়াইট হং ও সুকিঅং চাকমা।
জানা গেছে,সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার সময় তাদের হাসপাতালে পেট থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গোপন সংবাদরে মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে শহরের বাবুরহাট-মতলব সড়কের সামনে থেকে ঐ দুই আসামিকে আটক করে।
এরপর শহরের একটি হাসপাতালে তাদের এনে পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সংবাদ প্রতিনিধিদের জানান, আসামি দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।