সোনাইমোড়ী ডেস্ক: মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা নির্বাচন বর্জন করেছে বিএনপি মনোনীত প্রার্থী।
মাদারীপুরের সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,আজ রবিবার দুপুর ১২টার সময় কালকিনি পৌর বিএনপির দপ্তর সম্পাদক শাহেদ হোসেন বেপারী তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
তিনি সংবাদ প্রতিনিধিদের জানান, ভোট কারচুপি, আওয়ামী লীগের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড, পৌরবাসীর জানমালের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি কালকিনি পৌরসভার নির্বাচন বর্জন ও প্রার্থীতা প্রত্যাহার করেছি।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও ১১ ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে আগামী ৩১ শে মার্চ ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।