সোনাইমোড়ী ডেস্ক: মাদারীপুরে ইটের ভাটার মাটিতে সড়কে বেহাল দশা সড়ক হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। গত শনিবার বিকেলে বৃষ্টির পরে মাদারীপুর শিবচর মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা যায়, কাদা মাটিতে সারা রাস্তায়ই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সন্ধায় বেশ কয়েকটা সড়ক দূর্ঘটনাও ঘটে।
স্থানীয়দের অভিযোগ কৃষি জমি কেটে ইটভাটায় মাটি ব্যবহার হয়। এই মাটি, ট্রাক্টর ট্রিলিতে বহন করার সময় রাস্তায় মাটি পড়ে থাকে। একটু বৃষ্টি হলেই রাস্তা ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে যায়। জানা গেছে,প্রোপ্রাইটর জিয়া মুন্সির ইটভাটাসহ বেশ কিছু ইটভাটার মাটিতে নস্ট হচ্ছে সড়ক।
এছাড়াও এই ইটভাটা উঠেছে কৃষি জমি ও আবাসিক এলাকায়।এতে কৃষির উপর বিরূপ প্রভাব তো পড়ছেই, সঙ্গে হুমকির মুখে পরিবেশ ও প্রকৃতি। এই বিষয়ে এক ইটভাটার মালিক সংবাদ প্রতিনিধিদের বলেন, ঠিকাদারের মাধ্যমে তিনি মাটি কিনে ভাটায় ব্যবহার করেন। মাটি ভাটায় আনার সময় কিছু মাটি রাস্তায় পড়ে এই অবস্থা তৈরি হয়েছে। তিনি আরো বলেন, এজন্য তিনি একাই দায়ী না, আশপাশের সব ভাটার মালিকই এভাবে মাটি আনে।
পরে এবিষয়ে জেলা প্রশাসক সংবাদ প্রতিনিধিদের জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। দরকার হলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইন অমান্যকারীদের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।