সোনাইমোড়ী ডেস্ক: মাদারীপুরে করোনা মোকাবেলা করতে জনগণকে সচেতনতায় নানা কর্মসূচি পালন করছে জেলা পুলিশ। করোনা মোকাবেলায় জেলা পুলিশের প্রচারণা মাস্ক পরিধান করার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতারণসহ নানা কর্মসূচি পালন করছে।
গতকালের মতো আজকেও প্রচারণাটি মাদারীপুরে লেকপাড় শহিদ কানন চত্তর থেকে শুরু করে শহরে প্রধান প্রধান সড়ক ঘুরে পুলিশ সুপারের কার্যলায় এসে শেষ করে।
এরপরে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিয়ে দেন এবং তাদের সচেতন হতে বলেন। হঠাৎ সংক্রমণ বাড়ার কারণে সবাইকে সচেতন হতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পুলিশ সদস্যরা । এছাড়াও উক্ত কর্মসূচিতে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। প্রচারনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ আরো অনেকে।