সোনাইমোড়ী ডেস্ক: মাদারীপুরে শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ফলে আহত হয়েছেন অন্তত ৭ জন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলার মাদবরেরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হারুন আকন, মাওলাকাত ফকির শাহাদাৎ ফকির,খাদিজা বেগম , বাবুল মাস্টার , ও আইয়ুব আলী ।আর বাকিদের নাম জানা যায়নি।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, শিবচর উপজেলার মাদবরচর ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হারুন আকন নামের এক ব্যক্তির সাথে আইয়ুব আলী নামের এক ব্যক্তির দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। এক সপ্তাহ আগে তাদের সাথে এ নিয়ে কথার কাটাকাটি ও হাতাহাতি হয়।
এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার সময় মাদবরচর এলাকায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।