সোনাইমোড়ী ডেস্ক: মাদারীপুরে ট্রলির চাপায় নিহত হয়েছে এক শিশু। নিহত শিশুর নাম মুন আক্তার ।
মাদারীপুরের স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান, মাদারীপুরের পাঁচখোলার জাজিরা এলাকার প্রেম বাজার নামক স্থানে শহিদ বেপারি নামের এক ইটভাটায় ট্রলিতে বহন করে মাটি সরবরাহ করে ইমান খাঁ নামের এক ব্যক্তি।গত বৃহস্পতিবার বিকেলে ট্রলির ড্রাইভার সিরাজ নামের এক ব্যক্তি মাটি বোঝাই করে ইটভাটায় পৌছায়।
ভাটার পাশেই মুন আক্তার নামের এক শিশু খেলছিল। ট্রলিটি পিছনে যাওয়ার সময় শিশু মুন আক্তারের উপড় পেছনের চাকা উঠে যায়।
এতে ঘটনাস্থলেই মুন আক্তারের মৃত্যু হয়।
এলাকাবাসীরা জানান, ব্রেক ও লুকিং গ্লাস না থাকার কারনেই এ দূর্ঘটনা ঘটেছে।
এছাড়াও এসব অবৈধ গাড়িতে সারা রাস্তা ভেঙে বেহাল অবস্থা হয়েছে তাই স্থানীয়দের দাবি এসব যানবাহন বন্ধ করা হোক।
এবিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।