সোনাইমোড়ী ডেস্ক:মাদারীপুর জেলার শিবচরে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে,আজ সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের শফিজ আকনেরকান্দি গ্রাম থেকে গ্ৰেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন- রনি হাওলাদার ও হালান শিকদার। তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো – ৪ টি চাইনিজ কুড়াল, ২ টি রাম দা, ৯ টি গুলতি ও ১০০ মারবেল।
স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, আটককৃত দুই ব্যক্তি স্থানীয় চেয়ারম্যান প্রার্থী মনোয়ার ব্যাপারীর সমর্থক। তারা প্রতিপক্ষের লোকজনের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। এই খবর পেয়ে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে ইজিবাইকের সিটের নিচ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
এবিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। তারা প্রতিপক্ষের ওপর হামলা চালানোর জন্য প্রস্তুতির সময় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে।