মিঠুন, সোনাইমোড়ী ডেস্ক:মাদারীপুর জেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামে নেশার টাকা না পেয়ে মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত ছেলে।
জানা গেছে,এ হত্যার ঘটনায় আসামিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকালে।
স্থানীয়রা জানান, আসামি রথিন জয়ধর তার মা সোনেকার কাছে গাঁজা কেনার জন্য টাকা চায়। কিন্তু এ টাকা দিতে অস্বীকার করলে রথিন ক্ষিপ্ত হয়ে একটি কুড়াল দিয়ে তার মা সোনেকাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।
এসময় তাকে বাঁধা দিলে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে স্থানীয় এসে আসামিকে আটকে রেখে উপজেলার ডাসার থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান , মাকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামি রথিন জয়ধরকে আটক করেছি। নিহতের লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।