সোনাইমোড়ী ডেস্ক: মাদারীপুরে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হয়েছে একজন ও আহত হয়েছেন দুই জন।
জানা গেছে, গতকাল সোমবার রাত ১০ টার সময় সদর থানার আঞ্চলিক মহাসড়কের ট্রাকস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম রিফাত এবং আহতরা হলেন আল-আমিন, সম্রাট ।
মাদারীপুরের স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, গতকাল রাতে ১০ টার সময় সদর থানার আঞ্চলিক মহাসড়কের একটি মোটরসাইকেলের সাথে পিকআপের সংঘর্ষে হয় এতে ঘটনাস্থলেই একজন মারা যান এছাড়াও আরো দুইজন গুরুতর আহত হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এবিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, দূর্ঘটনায় একজন মারা গেছে এছাড়া দুজন চিকিৎসাধীন রয়েছে।
পিকআপ গাড়িটি আটক রয়েছে কিন্তু চালক পালিয়েছে।