মিঠুন,সোনাইমোড়ী ডেস্ক: মাদারীপুরে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামে। মাদারীপুরের স্থায়ী এক সোনাইমুড়ি সংবাদ প্রতিনিধি ঘটনাটির খবর শুনে তথ্যসূত্র জানার চেষ্টা করে জানতে পারে, শিশু দুটি পুকুর পাড়ে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা জানান,নিহতরা হলেন রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রাম পুলিশ গৌতম ভক্তের ছেলে সুজন ভক্ত ও একই গ্রামের সুশীল রায় নামের একজন ছেলে অঙ্কুশ রায় বাড়ির নিকটস্থ একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে দুই ভাই পুকুরে পড়ে যায়।পরে তাদের মা-বাবা অনেক খোঁজাখুঁজির পর তাদের মুমূর্ষ অবস্থায় পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশু দুই জনের মা-বাবার শোকাহত।