মিঠুন বালা: মাদারীপুর জেলার রাজৈরে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছে লাশ উদ্ধার করে এক তরুণের। স্থানীয় সোনাইমুড়ী সংবাদ প্রতিনিধি জানান , ঐ তরুণের নাম নিতাই বাড়ৈ । আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের ইকরাবাড়ী গ্রাম থেকে ঐ তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে নিহত নিতাইর বাড়ি হিজলবাড়ি গ্রামে এবং তার বাবার নাম সুশীল বাড়ৈ। স্থানীয় প্রতিবেশীরা জানান, নিতাই বাড়ৈর সঙ্গে ইকরাবাড়ি গ্রামের সঙ্গীতা গাইন (২৫) নামের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।
তারা গোপনে বিয়ে করায় এতে আপত্তি জানায় সঙ্গীতার পরিবার। নিতাই বাড়ৈর সঙ্গে ঐ মেয়ের মা -বাবা বিয়ে দিতে রাজি ছিলেন না।
এ কারণে নিতাই এবং সঙ্গীতা মোবাইলে কথা বলতেন এবং পালিয়ে দেখা করতেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঐ তরুন মাদারীপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি না ফেরায় বৃহস্পতিবার দুপুরে সঙ্গীতাদের বাড়ির সামনের একটি জামগাছে ঐ তরুণের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাজৈর থানা পুলিশ গিয়ে গাছ থেকে নিতাইয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির ময়না তদন্ত চালিয়ে যাচ্ছেন।