সোনাইমোড়ী ডেস্ক: মাদারীপুরের ২৬ ই মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
মাদারীপুরের সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান এছাড়াও উপস্থিত জাহাঙ্গীর কবির, এডভোকেট আব্দুল্লাহ-আল-মামুনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বিস্তারিত আলোচনা করেন আলোচনা শেষে মাদারীপুর জেলার মোট ১১৮ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও এবং নগদ ২০০ করে মোট ২ লাখ ৩৬ হাজার টাকা সম্মানী ভাতা দেয়া হয়।