সোনাইমোড়ী ডেস্ক: মাদারীপুরে মোটেল মতি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ জড়িত থাকার অভিযোগে নারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে।
মাদারীপুরের সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে গতকাল রবিবার দুপুরে মাদারীপুর পৌর শহরের পুরান বাসস্ট্যান্ড এর মোটেল মতিতে (আবাসিক) অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। আসামিরা হলেন- আল জাকির,হারুণ শিকদার ,মোক্তার হোসেনসহ আরো ৫ জন নারী যারা দেহ ব্যবসার সাথে জড়িত কিন্তু তাদের নাম জানা যায়নি। এঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।