সোনাইমোড়ী ডেস্ক:মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নে চন্ডিবর্দী এলাকায় সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে।
স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, সদর উপজেলার দুধখালি ইউনিয়নের ৩০ নং চন্ডিবর্দী মৌজার ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বিল্ডিং নির্মাণ করে বসবাস করছে হেলেনা বেগম ও তোতা মাতুব্বর।
তারা আইন অমান্য করে কয়েক বছর ধরে ঘর নির্মাণ করে অবৈধভাবে বসাবস করছে।
তবে দুধখালি ইউনিয়ন ভূমি অফিস অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিস দিয়েছে শুনেনি।বারবার তাদের নির্মাণ কাজ বন্ধকরতে বললেও তারা শুনেননি। এবিষয়ে অভিযুক্ত হেলেনা বেগম বলে, আমি কিছু জানি না এই জমি সরকারের কি না তাও জানিনা।
এবিষয়ে জেলা প্রশাসক সংবাদ প্রতিনিধিদের জানান, অবৈধ ভাবে কেউ সরকারি জমি দখল করলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।