সোনাইমোড়ী ডেস্ক: মাদারীপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আটককৃত আসামির নাম আব্দুর রহমান।
মাদারীপুরের স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান, দুই বছর আগে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় গোপন করে মোবাইল ফোনের মাধ্যমে দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
নিজেকে অবিবাহিত দাবী করে বৃহস্পতিবার সকালে মাদারীপুরের বৈশাখি আবাসিক হোটেলে নামের একটি হোটেলে শিক্ষার্থীকে নিয়ে এসে চারশত টাকা দিয়ে কয়েক ঘন্টা চুক্তিতে রুম ভাড়া করেন । পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আবাসিক হোটেল থেকে নিয়ে গিয়ে ভুল তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি করে ঐ ছেলে।পরে বিষয়টি সন্দেহজনক হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশকে খবর দেয়।এরপরে স্কুলছাত্রীর পরিবার মাদারীপুর সদর থানায় বখাটে আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি আব্দুর রহমানকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক করে।