এসএম টিভি ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার রাত সোয়া ৮টার সময় উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায়।
নিহতের নাম নাসির উদ্দিন।
মানিকগঞ্জের স্থানীয় সংবাদ প্রতিনিধি রবিউল ইসলাম জানায়, কয়েকদিন আগে একই গ্রামের হাজী ছফর উদ্দিনের ছেলে লাবুর স্বজনদের সাথে নাসিরের কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে লাবু তার কয়েকজন সহযোগী নিয়ে নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম টিভি সংবাদকে জানান, বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।