এসএম টিভি ডেস্ক:মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় কাদের শেখ নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার ২৯শে মে দুপুরে ঘিওর উপজেলার সরুপাই এলাকায়।
স্থানীয় অটোরিকশার
মানিকগঞ্জের স্থানীয় এসএম টিভির সংবাদ প্রতিনিধি রবিউল ইসলাম জানান, গতকাল দুপুরে হরিরামপুর থেকে যাত্রী নিয়ে কাদের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন ঐ সিএনজি চালক।
যাওয়ার পথে সরুপাই ব্রীজের ঢালে একটি পিকআপের সাথে কাদেরের সিএনজি সজোড়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কাদেরের মৃত্যু হয়।
এবিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্বজনদের অনুরোধে নিহতের মরদেহ ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে পাঠানো হয়েছে।