সোনাইমোড়ী ডেস্ক: মানিকগঞ্জে RAB-4 এর অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার ১৯ এপ্রিল রাত ১১টার সময় মানিকগঞ্জের হরিরামপুর থানার বোয়ালিয়া বাবুরহাট গ্রাম থেকে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত হলেন, মো. সোহেল এবং সোহান।
র্যাব-৪ একজন সদস্য সোনাইমোড়ী সংবাদকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের হরিরামপুর থানার বোয়ালিয়া বাবুরহাট গ্রাম থেকে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়। তিনি আরো জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।