সোনাইমোড়ী ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ ।
মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরুকে ১৩ এপ্রিল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
আব্দুল মতিন খসরু করোনা ভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করার পরে ১্লা মার্চ সিএমএইচে ভর্তি হন।
আবদুল মতিন খসরুর আইন কক্ষে সংযুক্ত জুনিয়র আইনজীবী মোঃ আবু ইব্রাহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, মতিন খসরুর শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটে এবং মৃত্যুর ফলে তার ফুসফুস কাজ করে না।
২৮ শে মার্চ, খসরুকেও আইসিইউতে স্থানান্তরিত করা হয় তবে ৩১ মার্চ তার অবস্থার উন্নতি হওয়ার পরে তাকে জেনারেল কেবিনে পাঠানো হয়। গত এপ্রিল তাকে আবার আইসিইউতে নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল দশটায় রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মতিন খসরুর প্রথম নামাজে জানাজা ফজরের নামাজের পর বাকশীবাজারের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এবং দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।