সোনাইমুড়ী ডেস্ক: মিয়ানমারে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে নিহত হয়েছেন এক তরুণী। এর মধ্যে প্রথম মৃত্যু হয় মিয়া থোয়ে থোয়ে খাইনের । সামরিক বাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে উত্তাল পুরো মিয়ানমারে। সামরিক সরকারের বিরুদ্ধে চলমান এই বিক্ষোভ সমাবেশ এ এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩ জন।
এর আগে ঐ তরুণী দুই দিন আগে মাথায় গুলিবিদ্ধ হয়। তারপর দশদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মৃত্যুবরণ করেন। রোববার খাইনের মৃত্যুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাজার হাজার মানুষ। অনেকেই তাকে তিন আঙ্গুল উঁচিয়ে স্যালুট জানিয়েছেন। তথ্য সূত্রে জানা গেছে মিয়া থোয়ে খাইন ছিলেন একটি সুপার মার্কেটের কর্মী।