সোনাইমোড়ী ডেস্ক: মুন্সিগঞ্জে নৌ-পুলিশের অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৬১ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকা থেকে জাটকা মাছগুলো উদ্ধার করে মাওয়া নৌপুলিশ।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সংবাদ প্রতিনিধিদের জানান, তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, পটুয়াখালীর গলাচিপা থেকে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে জাটকা মাছগুলো নেওয়া হচ্ছে।
তারপর নৌ-পুলিশের টিম বিকেলে শিমুলিয়া তিন নম্বর ফেরি ঘাটে অভিযান চালায় ।
এ সময় চেয়ারম্যান পরিবহন থেকে তিনটি ড্রাম ও অন্তরা পরিবহনের নিচের বক্স থেকে ১৫ ড্রামে ৬১ মণ জাটকা আটক করা হয়।
পরে উদ্ধারকৃত জাটকা লৌহজং উপজেলার স্থানীয় অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও জানান, বাস দুইটি যাত্রীবাহী থাকায় মালিক ও চালকদের কঠোর হুশিয়ারি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মাছের সঙ্গে কেউ ছিল না। তবে যারা পটুয়াখালী থেকে জাটকা পাঠিয়েছে তাদের পরিচয় সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।