সোনাইমোড়ী ডেস্ক: মুন্সীগঞ্জে সদর উপজেলায় ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টার সময় সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় ।
নিহতরা হলেন শামসুল হক ও আজিজ বেপারী।
এবিষয়ে নিহত আজিজের ছেলে সংবাদ প্রতিনিধিদের জানান, গতকাল রাতে অটোরিকশায় করে বাবাকে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম।
পথে সিপাহীপাড়ার পল্লিবিদ্যুৎ কেন্দ্রের সামনে পৌঁছালে আমাদের অটোরিকশাটি আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় সামনে দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
পরে স্থানীয়রা এসে আহত অবস্থায় বাবা ও আমাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার দুজনকেই ঢাকায় রেফার্ড করে। সকালে বাবা মারা যায়। এবং রাতেই অটোরিকশাচালক মারা গেছে শুনেছি।
এবিষয়ে হাতিমাড়া পুলিশ তদন্ত ফাঁড়ির ভারপ্রাপ্র কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যুর খবর পাই। ঘাতক ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
ট্রাকচালক ও হেলপার পালিয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে ট্রাকচালক ও হেলপারের উপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।