সোনাইমোড়ী ডেস্ক: মুন্সীগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হয়েছে দুই জন ও আহত হয়েছেন অন্তত ৪ জন।
ঘটনাটি ঘটেছে,আজ রবিবার সকালে ৮টার সময় ঢাকা-নবাবগঞ্জ সড়কে জেলার সিরাজদীখান উপজেলার তুলশীখালীতে।
নিহতের মধ্যে একজনের নাম উজ্জ্বল অন্য জনের নাম জানা যায়নি। এছাড়াও আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদকে জানান, ঢাকাগামী একটি অটোরিকশার সাথে বিপরীত মুখো ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এছাড়াও অন্য জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানোর সময় মারা গেছেন। তবে তার পরিচয় জানা যায়নি।এছাড়াও এসময় আহত আরও ৪ জন পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।