সোনাইমোড়ী ডেস্ক: মুন্সীগঞ্জে নৌ-পুলিশের অভিযানে ১৪৫ মণ জাটকাসহ ট্রলার আটক করেছে পুলিশ।
জানা গেছে,আজ সকাল ৬ টার সময় মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেস্বরী নদীর কাটপট্রি গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিণ চালিত ট্রলার থেকে জাটকাগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এবিষয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ সোনাইমোড়ী সংবাদকে জানান, অভিযান পরিচালনা করে জাটকাগুলো উদ্ধার করা হয়েছে কিন্তু মাছের সাথে কাউকে পাওয়া যায়নি । জব্দকৃত মাছগুলোর আনুমানিক মূল্য হবে প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা। এরপরে দুপুরে জব্দকৃত জাটকা মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।