সোনাইমোড়ী ডেস্ক: নৌ-পুলিশের অভিযানে মুন্সীগঞ্জে ১৩০ মণ জাটকা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন শাহিন সিকদার ও মিরাজ হোসেন।
জানা গেছে,আজ শনিবার ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার সময় বেতকা চৌরাস্তায় ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় নৌ- পুলিশ অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধারসহ দুজনকে আটক করেছে।
এবিষয়ে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান,গোপন সংবাদের মাধ্যমে বেতকা চৌরাস্তা এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় একটি সিএনজিতে অভিযান চালানো হয়।
উক্ত অভিযানে ১৩০ মণ জাটকা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে।