সোনাইমোড়ী ডেস্ক: মুন্সীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে।
ঘটনাটি ঘটেছে,আজ সোমবার দুপুর সাড়ে ১১টার সময় উপজেলার কাইচাইল গ্রাম সামনে তালতলা-ডহরী খালে।
নিহত শিশুর নাম শাহাদত
নিহতের পরিবারের সদস্যরা সোনাইমোড়ী সংবাদকে জানান, আজ সকালে নিহত শাহাদাত ও তার খালাতো ভাইসহ কয়েক জন মিলে তালতলা-ডহুরী নদীতে গোসল করতে যায়।
গোসল করার সময় স্রোতে দুই শিশু ভেসে যেতে থাকলে নদী পারে থাকে স্বজনরা প্রথমে একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও কিন্তু শাহাদাত পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে নদীতে এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।