সোনাইমোড়ী ডেস্ক: মুন্সীগঞ্জে ৩৮০ কেজি জাটকা জব্দ করেছে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি। জানা গেছে,আজ সোমবার ভোর ৫টার সময় মাওয়া পুরাতন মাছবাজার এলাকা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।এসময় জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এরপর উপজেলা মৎস্য অফিসের অনুমতিতে সকাল ৯টার সময় উপজেলার বিভিন্ন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয়। এসব জাটকার আনুমানিক মূল্য এক লাখ ১৫ হাজার টাকা।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সংবাদ প্রতিনিধিদের জানান জানান, বিক্রির জন্য মাওয়া পুরাতন মাছ বাজার এলাকায় জাটকা মজুদ করা হচ্ছে এমন খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে বাজার এলাকা ও পাশের পদ্মা নদীতে রাখার ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয় । তবে জাটকা বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি আটক করা হয়।