29 C
Dhaka
Saturday, September 30, 2023
spot_img

মৃত ব্যক্তিদের সৎকারের কাজের জন্য গাউছিয়া কমিটি খুলনা জেলা শাখার পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত।

এসএম টিভি ডেস্ক:সারাদেশের ন্যায় গাউসিয়া কমিটি বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে করোনায় মৃত ব্যক্তিদের সৎকারের কাজের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ খানজাহান আলী থানার লাশ দাফন কমিটির সদস্যদের মধ্যে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় খুলনা জেলার খানজাহান আলী থানাধীন ৬ নং যোগীপোল ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে সূরক্ষা সামগ্রী প্রদান করেন । ১ এক পিস পিপি,হেয়ার মাস্ক,ফেইসসিল্ড,ফেইসমাস্ক,চশমা,হ্যান্ডগ্লাভস গামবুট স্প্রে বোতল ।

দেশে কোভিড ১৯ -প্রাদুর্ভাব করোনা মহামারিতে যখন বাংলাদেশের মানুষদিশেহারা, সংক্রমনের ভয়ে মানুষ করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশের কাছে ভয়ে যেতে নারাজ, তখন বাংলাদেশ গাউছিয়া কমিটি স্বেচ্ছায় করোনাভাইরাসে মৃতদের সৎকারে সর্বদা নিয়োজিত থেকেছে এমনকি হিন্দু, , খ্রিস্টান, মুসলমান, সকল জাতি ধর্ম, বর্ণ ভেদাভেদ ভূলে এই দুর্যোগপূর্ণ বিপজ্জনক সময়ে একাগ্রতার সাথে একটা সেচ্ছাসেবী দল হিসেবে মৃতদের সৎকারের জন্য সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সভাপতি হযরত মাওলানা মূফতী সৈয়দ আনোয়ার শাহ চিশতী আল হুসাইনি ,সাধারণ সম্পাদক মনসুর হেলাল, অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন , গাউসিয়া কমিটি বাংলাদেশ খুলনা জেলা শাখার দাওয়াতে খায়ের সম্পাদক হযরত আলী, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শাওন, এবং ৬ নং যোগীপোল ইউ পি সদস্য রফিকুল ইসলাম, এবং ৪,৫,৬,নং যোগীপোল মহিলা ইউ পি সদস্য সেলিনা আক্তার, ৭ নং ইউ পি সদস্য ও সহ সম্পাদক আমজাদ হোসেন, ৫ নং যোগীপোল ইউ পি সদস্য কিবরিয়া, আমীর হোসেন, খায়রুল শেখ, উবায়দুল্লাহ, সাংবাদিক জিয়াউল ইসলাম,খানজাহান আলী থানার করোনায় মৃতদের লাশ দাফন কমিটির সদস্য ওমর ফারুক শেখ, , সেকেন্দার, মোস্তফা, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া, ফারুক হোসেনসহ আরো অনেকে।

সাম্প্রতিক পোষ্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,000FansLike
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

জনপ্রিয় পোষ্ট