মেয়ে
রেহনুমা তাবাসসুম
ও মেয়ে? দুঃখ বোন জালে?
শীতল পাটি বিছিয়ে বুঝি নৌকো তোল পালে?
ও মেয়ে কান্না রেখে বোস দেখি
দুটো কথা বলি।
জানো মেয়ে! দুঃখ ছুয়ে
পাল উড়ে যায়!
রেখে যায় এক কলি।
কীসের কলি জানো?
পদ্মকলি,জল খেলে যায়!
সেকি! আবার কাদছো মেয়ে!
যাবে নাকি ওপারার নায়?
তুমি আমি সেথায় চলো
হাসিমুখে স্নান করি।
জোছনা মাখা গায়ে যেন
খেলছে দুটো পরী।
ও মেয়ে! আবার ভাবতে বসে গেলে?
তোমার ঝোলায় দুখপাখিরা
কত দামে মেলে?
বিকি কিনি করলে চলো
চাঁদ বাজারে যাই।
দু পয়সেয় মিলিয়ে দিবো
কান্নাখেলার ঠাই।
ও মেয়ে ঠোঁটের কোণে হাসলে বুঝি
তুমি প্রতিমা?
ইস! কান্না রেখে জল ছুয়ে যাও!
নীলের নীলিমা।
কোথাকার রাজ কন্যা গো?
রূপের বন্যা বয়।
তুমি কন্যা বেজায় দুঃখী
দুখপাখিরাও কয়।
দুঃখপাখির গান গেয়ো না
ওকি তোমার কাজ?
ও মেয়ে কান্না রেখে
দেখাও দেখি তোমার কেমন সাজ?
ও মেয়ে তুমি বুঝি জনম দুঃখী
এত কেদে যাও?
যাও যাও দিলাম বর
অনেক সুখ যে তুমি পাও।
ও মেয়ে আর কেদো না
হাসলে ঝরে চাঁদ।
তোমার ঠোঁটে মেঘ সরে যায়
ব্যস। ওটুকুই নিখাদ।