সোনাইমোড়ী ডেস্ক:মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত হয়েছে ১ জন ও আহত হয়েছেন ১ জন। দুর্ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে। জানা গেছে, নিহতের নাম রাজু ঠিকানা বানিয়াচং উপজেলার খাড়াউড়া ইউনিয়নের গুনই গ্রাম।
স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, ১৩ ই মার্চ শনিবার রাত সাড়ে ৯টার সময় রাজু তার এক বন্ধুকে নিয়ে শহর থেকে বাড়ি ফিরছিলেন। হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখালে ব্রিজে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
অন্যজনকে গুরুতর অবস্থায় রাত ১২টার সময় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।