এসএম টিভি ডেস্ক: ১.৩৫ ট্রিলিয়ন ডলারের পরিকল্পনার ঘোষণায় ভারতীয় সোশ্যাল মিডিয়া এবং বিরোধী কর্মীরা সংশয় প্রকাশ করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ১৫ আগস্ট ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন।
দেশটির ৭৫ তম স্বাধীনতা দিবসে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অর্থনীতির উন্নয়নে ভারত একটি বড় অবকাঠামো পরিকল্পনা চালু করবে এবং উন্নয়ন পরিকল্পনার শতভাগ কভারেজ লক্ষ্য করবে।
তিনি বলেন, উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে “গতি শক্তি” নামে 100 ট্রিলিয়ন রুপি ($ 1.35 ট্রিলিয়ন) জাতীয় অবকাঠামো পরিকল্পনা চালু করা হবে।