এসএম টিভি ডেস্ক: গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে সারা দেশ।
প্রচণ্ড তাপদাহে হাঁপিয়ে উঠেছে জনজীবন , শুকিয়ে গেছে জমি। আউশের মৌসুম চলে যাচ্ছে কিন্তু বৃষ্টি না থাকায় লাগানো যাচ্ছে না ধানের চারা। অনাবৃষ্টির কারণে শঙ্কিত কমলগঞ্জের কৃষকরা বৃষ্টির জন্য করেছেন বিশেষ প্রার্থনা।
জানা গেছে,আজ রোববার ৩০ মে দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালাতুল ইসতিসকা বিশেষ নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নামাজের ইমামতি করেন মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. জয়নাল আবেদীন। নামাজ শেষে বিশেষ মোনাজাতে হাত উল্টো করে আল্লাহর নিকট বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।