এসএম টিভি ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। নিহতরা হলেন- মিন্টু মিয়া ও আনোয়ার হোসেন।
স্থায়ী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ২৫ জুন সন্ধ্যায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাস্তায় বালু ভর্তি একটি ট্রাক মোটরসাইকেল আরোহী মিন্টু মিয়া ও আনোয়ার হোসেনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের কুলাউড়া ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত মিন্টু মিয়া কুলাউড়ায় ব্যবসা করতেন। আর আনোয়ার হোসেনকে মারাত্মক আহত অবস্থায় উন্নততর চিকিৎসার জন্য সিলেটে নেয়ার পর আল হারামাইন হাসপাতালে রাতে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।