এসএম টিভি ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতের আঁধারে চা-বাগানের রাস্তার উপর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। স্থায়ী সূত্রে জানা গেছে,উপজেলার খাইছড়া চা-বাগানের রাস্তার উপর সাপটিকে দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে স্থানীয়রা মোবাইলে যোগাযোগ করলে শনিবার রাত ১১টায় শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সেখান থেকে অজগর সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। পরে বন-বিভাগের সঙ্গে কথা বলে তাদের পরামর্শে সাপটিকে আজ রবিবার লাউয়াছড়া অথবা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।