এসএম টিভি ডেস্ক: ময়মনসিংহে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ছাত্রদলের সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন ও পরিদর্শক ওয়াজেদ আলীসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে,আজ বৃহস্পতিবার ১৭ জুন দুপুর সাড়ে ১২ টার সময় নগরীর দক্ষিণ চরকালিবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে।
স্থানীয়রা এসএম টিভি সংবাদকে জানান,সমাবেশের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায়, তাদের অনুষ্ঠান শেষ করতে বলায় তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে পুলিশ।
ঘটনাস্থল থেকে ৭জন ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।