সোনাইমুড়ী ডেস্ক: যশোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর বাবা সংবাদ প্রতিনিধিদের জানান, একই গ্রামের আলাউদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে ১০ বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। গত ১০/১২ দিন আগে জামাই আলাউদ্দিন দুবাই থেকে দেশে ফেরেন।
আমি বিপদে পড়ে জামাইয়ের কাছে এক লাখ ৪০ হাজার টাকায় একটি জমি বিক্রি করেছিলাম।
আমার বাড়িতে বেড়াতে গিয়ে শনিবার সে দুই লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে পারব না জানিয়ে বলি, জমি অন্য কোথাও বিক্রি করে দাও। ওই ঘটনায় গতকাল জামাই আলাউদ্দিন রাগারাগি করে বাড়ি চলে যায়।
শুনছি, সকালে আমার মেয়ে মারা গেছে। খবরটি শুনে মেয়ের বাড়ি এসে দেখি তার হাত ও পায়ের রগ কাটা। গায়ে খেজুরের কাটা ফোটানো আছে। জানা গেছে নিহত গৃহবধূর নাম হাসু খাতুন। পুলিশ জানায়, এটা হত্যা নাকি আত্মহত্যা তদন্তের পরে বোঝা যাবে।