সোনাইমোড়ী ডেস্ক: যশোরে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে একজন। ঘটনাটি ঘটেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার চেঙ্গুটিয়া এলাকার বালিয়াডাঙ্গায়। নিহতের নাম চঞ্চল হোসেন।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, আজ মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চঞ্চল হোসেন নামের এক ব্যক্তি।
এরপরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।